ফেসবুক কতৃপক্ষের সঙ্গে বৈঠকে তিন মন্ত্রী
ডেস্ক রিপোর্ট ঃ আপত্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে সরকার। কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। ফেসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের দুই কর্মকর্তা দিপালী লিবার হেন (দক্ষিণ এশিয়ার পলিসি ম্যানেজার) ও বিক্রম লাংয়ের (রাজনৈতিক ও আইন উপদেষ্টা) সঙ্গে বৈঠকে বসেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে বিটিআরসিসহ আইন-শৃঙ্খলা বাহিনীরা কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চিঠিতে সাড়া দিয়ে ফেসবুক কর্মকর্তারা এ বৈঠকে বসেছেন। নারী ও শিশুর প্রতি অবমাননাকর বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান তারানা হালিম। তার একদিন পর চিঠির জবাব দেয় ফেসবুক কর্তৃপক্ষ, যাতে আলোচনায় বসার সময় নির্ধারণ করা হয়।