‘সত্যিকারের ইসলাম প্রচার করুন’
স্টাফ রিপোর্টার ঃ সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য দেশের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। তিনি বলেন, ওয়াজ মাহফিলে আপনারা সত্যিকার ইসলামি দর্শন প্রচার করেন। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।