সব

গুগলের বিস্ময়কর ‘রক্তচোষা’ ঘড়ি!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 6th December 2015at 9:09 pm
19 Views

1স্টাফ ডেস্ক ঃ ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’, অর্থাৎ সিরিঞ্জহীন রক্ত সংগ্রহ| শুনতে খটোমটো লাগলেও বিষয়টি কিন্তু বিশেষ উপকারী| শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত সংগ্রহ করার সময় ডাক্তারসাহেবরা কী করেন? না, সূচ ফোটান| একবার ভাবুন তো, সূচ না ফুটিয়ে যদি আপনার রক্ত সংগ্রহ করা যেত-কত সুবিধা হতো| বিশেষত ছোটদের ক্ষেত্রে যারা ইঞ্জেকশন নিতে ভয় পায়| টেক জায়েন্ট গুগল এবার এই ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর স্বত্ব কিনতে চায়| গুগল একটি প্রজেক্ট তৈরি করেছে, যেখানে সিরিঞ্জ না ফুটিয়েও কারো শরীর থেকে রক্ত টেনে নেয়া যাবে| যার রক্ত সংগ্রহ করা হবে, তাকে কেবল হাতে একটি ঘড়ির মতো দেখতে ব্যান্ড পড়তে হবে| গুগলের ব্যাখা, গ্লুকোজ টেস্টের মতো দৈনন্দিন কাজগুলিও কত সহজ হয়ে যাবে নয়া ব্যবস্থা চালু হলে| ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা এর ফলে বিশেষ লাভবান হবেন|

যেভাবে কাজ করবে?
একটি মাইক্রো পার্টিকেল আপনার ত্বকের উপর ছিদ্র করবে| ব্যান্ডে বাঁধা একটি ছোট্ট ব্যারলের মতো দেখতে যন্ত্রে গ্যাস ভরা থাকবে| গ্যাসটি আপনাকে ব্যথা টের পেতে না দিয়ে আপনার রক্তকে বায়ুর চাপকে কাজে লাগিয়ে ব্যারলের মধ্যে ঢুকিয়ে দেবে| আপনি টেরই পাবেন না, কখন আপনার রক্ত সংগ্রহ করা হয়ে গেল| দ্য ভার্জ এই খবর জানিয়েছে|

আপাতত গুগল ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’-এর পেটেন্ট পাওয়ার অপেক্ষা করছে| এফডিএ-র ছাড়পত্র পেয়ে গেলেই গুগল বাণিজ্যিকভাবে বাজারে ‘নিডল ফ্রি ব্লাড টেস্ট’ চালু করে দেবে| যার ফলে সংস্থা মোটা অঙ্কের লাভের মুখ দেখবে| কারণ, শুধুমাত্র আমেরিকায় প্রায় ২৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত|
এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization-WHO)-এর দেয়া জরিপ অনুযায়ী ২০০০ সালে বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ১৭ কোটি ১০ লাখ। আগামী ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা ৩৬ কোটি ৬০ লাখে উন্নীত হতে পারে বলেও সতর্ক বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।


সর্বশেষ খবর