সব

ছিটকে পড়লো চিটাগং ভাইকিংস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th December 2015at 11:16 pm
FILED AS: খেলা
17 Views

18খেলা ডেস্ক ঃ এক ঝাক বিশ্ব মানের বিদেশি ক্রিকেটার নিয়েও শেষ রক্ষা হলো না চিটাগং ভাইকিংসের। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪৫ রানে হেরে এক ম্যাচেই আগেই শেষ চারের লড়াই থেকে বাদ পড়লো দলটি। বিপিএল এর এ আসরে ৯ ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট চার। অবশিষ্ট একটি ম্যাচে জয় পেলে তাদের মোট পয়েন্ট হবে ৬। টেবিলের চতুর্থ স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের পয়েন্টই যেখানে ৮, সেখানে আর সুযোগ নেই তামিমদের। বিপিএলের শেষ চারের তিনটি দলই নির্ধারণ হয়ে গেছে গতকাল। কুমিল্লার পর শেষ চারে জায়গা করে নিয়েছে রংপুর ও বরিশাল। চতুর্থ দলটি হতে পারে ঢাকা ডায়নামাইটসই। পয়েন্ট টেবিলে সিলেটের চেয়ে ডাবল পয়েন্ট তাদের। তবে অঙ্কের সমীকরণে এখনও সুযোগ আছে শহীদ আফ্রিদির সিলেট সুপারস্টারসের। দু’দলেরই বাকি আছে দুটি করে ম্যাচ। শেষ দুটি ম্যাচে সিলেট জিতলে আর ঢাকা হারলে দু্’দলের পয়েন্ট সমান হয়ে যাবে। সে হিসেবে রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই উঠবে শেষ চারে।


সর্বশেষ খবর