সব

মার্চের প্রথম সপ্তাহে মুক্ত হচ্ছেন সঞ্জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th December 2015at 11:18 pm
18 Views

19ডেস্ক রিপোর্ট ঃ  কারাগারে অবস্থানরত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) পুনের ইয়েরওয়াড়া কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বন্দিদশা অবস্থায় ভালো আচরণ দেখানোর পুরস্কারস্বরূপ আগাম মুক্ত হচ্ছেন সঞ্জয়। কারা কর্তৃপক্ষ সব খতিয়ে দেখে তার মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে। ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণের জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে সাজা ভোগ করছেন সঞ্জয় দত্ত। ২০১৩ সালের মার্চে তাকে পাঁচ বছরের সাজা দেন ভারতের সুপ্রিম কোর্ট। তার আগেই ১৯৯৬ সালে গ্রেফতার হওয়ার পর দেড় বছর জেল খেটেছিলেন তিনি। ফলে বাকি সাড়ে তিন বছরের কারাবাস শুরু হয় ২০১৩ সালের মে মাসে। গত সেপ্টেম্বরে কন্যার নাকে অস্ত্রোপচারের কারণে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা।


সর্বশেষ খবর