রাজধানীর ম্যানহোলে শিশু নিখোঁজ, উদ্ধারের চেষ্টা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th December 2015at 11:37 pm
FILED AS: এক্সক্লুসিভ
20 Views
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর কদমতলী থানার পালপাড়া এলাকায় নীরব নামের (৬) একটি শিশু ম্যানহোলে পড়ে গেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান,শ্যামপুর ইউনিয়নের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে বিকাল ৪টার দিকে শিশুটি পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ম্যানহোল থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকেও উদ্ধার কাজ চলছিল বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানিয়েছেন।