শিশু নীরবকে মৃত উদ্ধার
স্টাফ রিপোর্টার ঃ ম্যানহোলে পড়ে যাওয়া শিশু সাইফুল ইসলাম নীরবকে পাওয়া গেছে। মঙ্গলবার রাত আটটা ২৫ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, আমাদের ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে এখন হাসপাতালে পাঠানো হচ্ছে। তার পিতার নাম মো.রেজাউল। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিশুটি খেলতে খেলতে ম্যানহোলে পড়ে যায়।