সব

ইসির চিঠি, দলীয় প্রধানের পথসভা যেন জনসভা না হয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th December 2015at 10:29 pm
18 Views

5স্টাফ  রিপোর্টার ঃ পৌরসভা নির্বাচনে যথাযথভাবে আচরণবিধি মেনে চলতে বিএনপিসহ ২০ রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে দলীয় প্রধান বা কেন্দ্রীয় নেতার পথসভা যাতে জনসভায় রূপ না নেয়, তা উল্লেখ করা হয়েছে। চিঠির সঙ্গে আচরণবিধিরও অনুলিপিও পাঠিয়েছে ইসি।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমীন টুলী স্বাক্ষরিত চিঠিটি বুধবার সন্ধ্যায় দলগুলোর মহাসচিব বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলসমূহের প্রচার-প্রচারণার সময় দলীয় প্রধান বা নেতৃবৃন্দের কোনো পথসভা যেন জনসভায় রূপ না নেয় বা জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় তা মেনে চলতে হবে। এছাড়া কোনো দল প্রার্থীর প্রচারণায় সময় অন্য দল কর্তৃক বাধা দেওয়া না হয় কিংবা যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল না করা ইত্যাদি বিষয়ের প্রতিও বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। চিঠিতে আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য এবং সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে।


সর্বশেষ খবর