সব

মিথ্যাচারে পৃথিবীর সেরা পাকিস্তান নাসিম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th December 2015at 10:43 pm
25 Views

5স্টাফ রিপোর্টার ঃ মহান মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান যা বলছে, তা পৃথিবীর সেরা মিথ্যাচার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১১তলা ভবনে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট’র (এনআইসিইউ) উদ্ধোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি ।
তিনি আরও বলেন, পাকিস্তানিরা শুধু হত্যা-ধর্ষণ করেনি, তারা লুটও করেছে। সেই লুট হওয়া সম্পদ ফেরত চাই। পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, পাকিস্তান লুট করেছে-তা ফেরত আনতে হবে। এসময় হাসপাতালের সব চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেন নাসিম। একইসঙ্গে দেশের সব হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বেতন বাড়ানো হবে, এমনটিও জানান।

নাসিম বলেন, অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ করা সম্ভব হয় না। এরপরও দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যা যা করা দরকার, তা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
এছাড়াও সংসদ সদস্য হাজী মো. মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. সামিউল ইসলাম সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর