আগে দেশি চ্যানেলগুলো, পরে বিদেশি :তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার ঃ ‘আগে দেখাতে হবে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো, পরে বিদেশি চ্যানেল। না হলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রাধান্য দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশি চ্যানেল দেখানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠার বয়সের ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। ওই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল দেখানোর ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা। সিদ্ধান্ত না মানলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।