পাকিস্থান সফরে যাবেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক ঃ আগামী বছর পাকিস্তানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা বলেছেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়েছে, মোদির পাকিস্তান সফরের সময় তার সফরসঙ্গী হবেন সুষমা স্বরাজ। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামাবাদে আয়োজিত ‘হার্ট অব এশিয়া কনফারেন্স’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে এখন পাকিস্তানে আছেন সুষমা স্বরাজ। ২০১২ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণের সফরের এই প্রথম ভারতের কোনো মন্ত্রী হিসেবে পাকিস্তানে গেছেন সুষমা স্বরাজ। রাশিয়ার উফায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সার্ক সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান। মোদি আমন্ত্রণ গ্রহণ করেন। এ বছরের জুলাইয়ে উফায় এসসিওর সম্মেলন অনুষ্ঠিত হয়। উফা সম্মেলনের পর দুই দেশের প্রধানমন্ত্রী তাদের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্যারিসে জলবায়ু সম্মেলনে অনির্ধারিত পার্শ্ব বৈঠক করেন। এরপর থেকে দুই দেশের মধ্যে বিদ্যামান অচলাবস্থা দূর করতে আবারও উদ্যোগ নেন মোদি ও নওয়াজ।