সব

আফ্রিদি জাদুতে ৬ উইকেটে জিতল সিলেট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th December 2015at 11:18 pm
FILED AS: খেলা
24 Views

12খেলা ডেস্ক ঃ বিপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সুপার স্টারস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক শহীদ আফ্রিদি। ফলে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। ১৫৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় সিলেট সুপার স্টারসের। শুরুতেই জোস কব ও জুনায়েদের জুটিতে অনেকদূর এগিয়ে যায় দলটি। তবে দলের হয়ে ৫৮ রানের সর্বোচ্চ ইনিংসটি আসে রবি বোপারার ব্যাট থেকে। তাছাড়া ওপেনিং নেমে জুনায়েদ সিদ্দিকী ৫১, জস কব ১৫ রান করেন। তবে দলের গুরুত্বপূর্ন মুহুর্তে সবচেয়ে কাজের কাজটি করেন সিলেটের শহীদ আফ্রিদি। শেষ ওভারে সিলেটের জয়ের জন্য দরকার ১০ রান। কিন্তু ফরহাদ রেজার করা ওভারের দ্বিতীয় বলেইে সোহেল তানভীর বোল্ড হলে কিছুটা চাপে পড়ে যায় সিলেট। তবে সেই চ্যালেঞ্জিং মুহুর্তে ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুটি ছক্কা হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন আফ্রিদি। ৭ বল মোকাবেলায় দুটি ছক্কায় ১৫ রান করেন আফ্রিদি। ফলে ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে সিলেট। বল হাতে ঢাকার হয়ে ফরহাদ রেজা দুটি এবং ইয়াসির শাহ একটি উইকেট লাভ করেন। এর আগে শুরুতে ব্যাটিয়ে নেমে ঢাকার হয়ে কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ৪৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ করে রান করেন ফরহাদ রেজা ও নাসির হোসেন। এ ছাড়া ইয়াসির শাহ ৮, মোহাম্মদ হাফিজ ৮, মোসাদ্দেক হোসেন ১৩* ও ওয়ালার ১৩* রান করেন । বল হাতে সিলেটের আব্দুর রাজ্জাক দুটি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ,রবি বোপারা ও রুবেল হোসেন। আজকের ম্যাচে হারের ফলে শেষ চার নিশ্চিত করতে কিছুটা ব্যাক ফুটে চলে গেছে ঢাকা ডায়নামাইটস। আর জয়ের ফলে সিলেটের জন্য কিছুটা আশার আলো তৈরী হয়েছে। তবে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেই ভালো কিছু আশা করতে পারে সিলেট। শুধু জিতলেই হবে না এরজন্য ঢাকাকেও পরের ম্যাচে হারতে হবে।


সর্বশেষ খবর