বিদ্যুৎ ও জ্বালানি মেলা শুরু
স্টাফ রিপোর্টার ঃ আলোর পথে আরো এগিয়ে’ এ স্লোগানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি মেলা ২০১৫। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বিকেল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকারি-বেসরকারি ১৬০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। বড়পুকুরিয়া কয়লা-খনির ওপর নির্মিত একটি আকর্ষণীয় থ্রি-ডি ভার্চ্যুয়াল ট্যুর মেলায় দর্শকদের জন্য প্রচার করা হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয় ও নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন উদ্ভাবনী ভাবনা বিষয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৬০টি প্রকল্প জমা পড়ে এবং এর মধ্য থেকে বিচারকদের বিবেচনায় সেরা ১০টির প্রকল্প মেলায় প্রদর্শিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত তথ্য অবগত করা, কর্মকর্তাদের কাজের মান উন্নয়ন, গ্রাহক সেবা বৃদ্ধিতে উৎসাহ প্রদান, সেরা গ্রাহক, গবেষক, সাংবাদিক, স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, মিডিয়ার মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন ইউনিটে বিদ্যুৎ বিভাগ ১১টি এবং জ্বালানি বিভাগ ছয়টি পুরস্কার প্রদান করবে।