খুলে দেয়া হলো ফেসবুক, বন্ধ থাকবে ভাইবার-হোয়াটসঅ্যাপ
ডেস্ক রিপোর্ট ঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক খুলে দেয়া হয়েছে। বেলা দুইটার দিকে এ তথ্য জানান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই ঘোষণার পরপরই ফেসবুকে ঢোকার চেষ্টা করলে তা খোলা পাওয়া যায়। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, এইমাত্র সরকারের আদেশ পেয়েছি। আমি বিটিআরসিকে এখনই নির্দেশ দিচ্ছি, ফেসবুক খুলে দেওয়ার জন্য। তবে হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ম্যাসেঞ্জার জননিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে। তারানা হালিম আরও বলেন, আমি তরুণ ও যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের সবচেয়ে প্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক সাময়িক বন্ধ রাখার বিষয়ে তারা সরকারকে সহযোগিতা করেছে। তিনি বলেন, ফেসবুক বন্ধ রাখার কারণে অনেকেই আমাকে তিরস্কার করেছে। কিন্তু তারাও ফেসবুক বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে সহযোগিতা করেছে। এ সহযোগিতার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এর আগে, ফেসবুক খুলে দিতে সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অপারেটদের সঙ্গে বৈঠক করে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক খুলে দিতে সরকারের নির্দেশনার পর বিটিআরসি ভবনে এ বৈঠকে বসেন কর্মকর্তারা।