সব

লেভারকুসেনের সাথে ড্র করেছে বার্সা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th December 2015at 3:49 pm
FILED AS: খেলা
27 Views

18খেলা ডেস্ক ঃ  চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় লেভারকুসেনের বে এরেনায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ২০ মিনিটেই আর্জেন্টাইন স্টার লিওনেল মেসির দারুন গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু তিন মিনিট পরেই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আরেক তারকা ফুটবলার ফার্নান্দেজ। এরপর উভয়দলই প্রতিপক্ষের সীমানায় আক্রমণ চালালেও ম্যাচটি শেষ পযন্ত ১-১ গোলেই ড্র হয়েছে। এ ম্যাচে নেইমার, সুয়ারেজ, মাসচেরানো ছাড়াও বার্সার অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ফলে ঘরের মাঠে লেভারকুসেনে বার্সেলোনাকে বেশ চাপেই রেখেছে ম্যাচে। গোলের সুযোগ তৈরি ও আক্রমণের হিসেবে বার্সার চেয়ে যে এগিয়েই ছিল স্বাগতিকরা! তবে বার্সার গোলরক্ষক মার্ক স্টিগেনের কয়েকটি অসাধারণ সেভে লেভারকুসেনের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ড্র করলেও এর আগেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটপর্ব নিশ্চিত করেছে বার্সা।


সর্বশেষ খবর