সব

জিহাদ নিয়ে কথা বলেছিলেন হামলাকারী দম্পতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th December 2015at 3:38 pm
25 Views

17আন্তর্জাতিক ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের স্যান বার্নারডিনোর দুই হামলাকারী অনলাইনে জিহাদ নিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছে এফবিআই। প্রথম সাক্ষাতের এক বছর আগেই অনলাইনে জিহাদ ও শহীদ হওয়া নিয়ে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনোর দুই হামলাকারী। স্থানীয় সময় বুধবার দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) প্রধান জেমস কমি এমন দাবি করেছেন। কমি বলেন, সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাঁর স্ত্রী তাসফিন মালিক (২৯) অনলাইনে কথা বলার আগে থেকেই ইসলামপন্থী চরমপন্থীদের দ্বারা দীক্ষিত হয়েছিলেন। ‘তাঁরা অনলাইনে প্রণয় শুরু করার আগেই চরমপন্থায় দীক্ষিত হয়েছিলেন। ২০১৩ সালের পর তাঁরা জিহাদ ও শহীদ হওয়া নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করেছেন’, যোগ করেন কমি। গত ২ ডিসেম্বর বেলা ১১টার দিকে বন্দুকধারীরা গুলি করে স্যান বার্নারডিনোর একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রের ১৪ জনকে গুলি করে হত্যা করেন রিজওয়ান ফারুক ও তাসফিন। তাঁদের গুলিতে আহত হন আরো ১৭ জন। হামলার পর পরই দুজনকে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের পুলিশ।


সর্বশেষ খবর