খালেদার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৪ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট ঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও জেরার জন্য নতুন এ দিন ধার্য করেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতেই মামলাটির আজকের কার্যক্রম শুরু হয়। অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি বলে বিচারককে অবহিত করেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দেয় দুদক। অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান ।