উজবেকিস্তানে বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শনী অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক ঃ মহান বিজয় দিবস এবং বাংলাদেশের পর্যটন বর্ষকে সামনে রেখে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস ও তাসখন্দের সবচেয়ে বড় হোটেল ‘ইন্টারন্যাশনাল হোটেল’, এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ব্রাঞ্চ’ (Bangladesh Brunch) বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক একটি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন মান্যবর রাষ্ট্রদূত মাসয়ূদ মান্নান, এনডিসি। এ সময় বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণরত “কৃষ্টি চিল্ড্রেন ক্লাব” এর শিশুরা নৃত্য পরিবেশন করেন। হোটেল লবিতে অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক কুড়িটি আলোকচিত্র প্রদর্শণ করা হয়। হোটেল কর্তৃপক্ষ ইলিশ মাছ, পোলাও, ডাল-ভাত, বিভিন্ন ধরণের পিঠা ও মিষ্টি, সবজি, লুচিসহ প্রায় পঞ্চাশ ধরণের রুচিকর বাঙ্গালী খাবার রান্না ও পরিবেশন করেন, যা অংশগ্রহণকারীদের বেশ আনন্দ দেয় এবং তাঁরা বাংলাদেশের খাবার সম্পর্কে ভূয়সী প্রসংসা করেন। অনুষ্ঠানে উজবেকিস্তানে কর্মরত প্যালেষ্টাইন, ইটালী, লাটভিয়া, মালয়শিয়া, আজারবাইজান, সুইডেন এর রাষ্ট্রদূত দম্পতিসহ এবং মার্কিন দূতাবাসের উপ-রাষ্ট্রদূত, উজবেক বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাসখন্দে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির সদস্যরা অংশ নেন। হোটেলে অবস্থানরত বিভিন্ন দেশের পর্যটকসহ উজবেকিস্তানের বিশিষ্ট জনেরা বাংলাদেশের খাবারের প্রসংসা করেন। উজবেকিস্তানের স্থানীয় টেলিভিশনে অনুষ্ঠানটি বাংলাদেশের রাষ্ট্রদূত ও উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎকারসহ সম্প্রচার করা হয়।