বিএনপি স্থায়ী কমিটির নেতাদের বৈঠক
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th December 2015at 11:17 pm
FILED AS: রাজনীতি
28 Views
ডেস্ক রিপোর্ট ঃ দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত পৌঁনে ৯টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত আছেন। আসন্ন পৌর নির্বাচন ও দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও শীর্ষ নেতাদের সঙ্গে এই বৈঠকে দল পূনর্গঠনসহ অন্যান্য বিষয় নিয়ে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।