দিনাজপুরে ইসকন মন্দিরে বোমা হামলা, গুলিবর্ষণ, ব্যাগ ভর্তি বোমাসহ গ্রেপ্তার ১, গুলিবিদ্ধ ২
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th December 2015at 11:29 pm
FILED AS: জেলা সংবাদ
26 Views
ডেস্ক রিপোর্ট ঃ দিনাজপুর: দিনাজপুরের কাহারুল উপজেলার ডাবর ইউনিয়নের জয়নন্দ ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাগভর্তি বোমাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে মন্দিরটিতে হামলা হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জানান। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। কাহারুল থানার ভারপ্রাপাত কর্মকর্তা মো. মনসুর আলী ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
সূত্র ঃ শীর্ষ নিউজ