প্রধানমন্ত্রী এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বে ‘ফিলোসফি অব রেভ্যুলেশন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হোটেল সোনারগাঁও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট সিএক্সও নাইটে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসিসিও) যৌথভাবে দুই দিনব্যাপী এ সামিট’র আয়োজন করে।
বিপিও সেক্টরের পরিসংখ্যান তুলে ধরে পলক বলেন, আমেরিকা প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ ডলার বিপিও’তে পরিশোধ করে। যেখানে ভারত ৭ ডলার আর ফিলিপাইনে ৬ ডলার। বাংলাদেশে বিপিও’তে খরচ কম, মেধাবী তরুণ-তরুণী রয়েছে। সে কারণে আমরা এ খাতে বড় স্বপ্ন দেখছি। গ্রাজুয়েশন শেষ করা তরুণ-তরুণীদের প্রশিক্ষণ আর সুযোগ করে দিলে এ খাতে অপার সম্ভাবনা রয়েছে, যোগ করেন তিনি। তিনি আরও বলেন, সপ্ত-পঞ্চবার্ষিকী অনুযায়ী, আগামী ৫ বছরে ২ কোটি তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মধ্যে ১ কোটি কর্মসংস্থান আইসিটি থেকে করা হবে। অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বিএসিসিও’র সভাপতি আহমেদুল হক বক্তব্য রাখেন। এছাড়াও বেসরকারি মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিডি শর্মা উপস্থিত ছিলেন।