সব

‘বিদ্রোহীদের আজীবন বহিষ্কার’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 11:39 pm
26 Views

8স্টাফ রিপোর্টার ঃ  দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে পৌরভোটে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা এখনও প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন মাহবুব-উল-আলম হানিফ। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের বেঁধে দেওয়া সময়সীমা পেরোনোর পর শুক্রবার সন্ধ্যায় দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ একথা বলেন। পৌরভোট সামনে রেখে গত বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার কথা জানানো হয়। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৪ পৌরসভা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের বাইরে প্রায় অর্ধশত আওয়ামী লীগ নেতার মনোনয়ণপত্র যাচাই-বাছাইয়ে টিকে যায় বলে গণমাধ্যমে এসেছে। আল্টিমেটামের পরে এদের অর্ধেকের বেশি মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। মাহবুব- উল-আলম হানিফ সন্ধ্যায় বলেন, “আজ পর্যন্ত ৬০ শতাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। যারা আজকের মধ্যে প্রত্যাহার করেনি তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।” তিনি বলেন, “১৩ তারিখের পর তাদের প্রথমে কারণ দর্শানোর নোটিশ এবং পরে আজীবন বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হবে।” মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে ১৩ ডিসেম্বর।


সর্বশেষ খবর