সব

হুমকি এলে ‘অত্যন্ত কড়া’ পদক্ষেপের নির্দেশ পুতিনের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 11:41 pm
28 Views

9আন্তর্জাতিক ডেস্ক ঃ কোনো হুমকি এলে ‘অত্যন্ত কড়া’ পদক্ষেপ নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে রুশ বাহিনীকে কেউ লক্ষ্যবস্তু বানানোর চক্রান্ত করলে তা-ও কাল বিলম্ব না করে নস্যাৎ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। কোনো দেশ বা বাহিনীকে ইঙ্গিত না করে ‍রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আমাদের কোনো বাহিনীর জন্য হুমকি এলে অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে হবে। যদি কেউ আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা করে তবে সঙ্গে সঙ্গেই সে অপচেষ্টা নস্যাৎ করে দিতে হবে। কোনো দেশকে ইঙ্গিত না করলেও রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। এ নিয়ে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানা পদক্ষেপ নিয়েছে রাশিয়া।


সর্বশেষ খবর