সব

ওয়াশিংটনে মুসলিম প্রতিষ্ঠানে পাউডার পাঠিয়ে হুমকি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 11:45 pm
25 Views

11ডেস্ক রিপোর্টার ঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুসলিম একটি শীর্ষ প্রতিষ্ঠানে আসা একটি চিঠিতে হিংসাত্মক বার্তা আর সাদা পাউডার পাওয়ার পর আতংক ছড়িয়ে পড়ে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের ওই প্রতিষ্ঠানটিতে আসা বার্তায় লেখা ছিল, ”মুসলিমরা, তোমাদের কষ্টকর মৃত্যু হোক।” স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ (বাংলাদেশ সময় রাত ১টা) এ ঘটনার পরপরই পুরো কার্যালয়টি খালি করে ফেলা হয়। চিঠির সঙ্গে থাকা পাউডারে বিষাক্ত জীবাণু থাকতে পারে, এই আশংকায় দুইজন কর্মীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও, পরে আশংকাজনক কিছু পাওয়া যায়নি। ওই চিঠিটি পরীক্ষা করতে শুরু করেছে সেদেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোয় সন্ত্রাসী হামলার পর, মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার মুসলিম নেতারা বলছেন, এ ধরণের হুমকি নতুন নয়, কিন্তু প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই প্রবণতা আরো বেড়েছে। সূত্র: বিবিসি বাংলা।


সর্বশেষ খবর