সব

বিশ্ব বাণিজ্য সংস্থার ১০ম মন্ত্রী পর্যায়ের সভার নেতৃত্বে বাংলাদেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th December 2015at 11:48 pm
33 Views

12ডেস্ক রিপোর্ট ঃ কেনিয়ার রাজধানী নাইরোবিতে ১৫ থেকে ১৮ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্টারিয়েল কনফারেন্স বা মন্ত্রী পর্যায়ের দশম সভা (এমসি-১০) অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী এবং ডব্লিউটিওতে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক ও মুখপাত্র তোফায়েল আহমেদ সরকারি-বেসরকারি মিলিয়ে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর ২০১৫) রাতে নাইরোবির উদ্দেশে যাত্রা করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০১৫) এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণ, সেবা খাতে ছাড়, রুলস অব অরিজিন বা উৎস বিধি শিথিল, মূল্য সংযোজনের ক্ষেত্রে সুবিধা আদায়ের দাবি জানাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উন্নত বিশ্বে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য চেষ্টা চালানো হবে। বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বাংলাদেশ চলতি ২০১৫ সালে চতুর্থবারের মতো এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছে। বাংলাদেশের প্রচেষ্টায় উন্নত বিশ্বে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা আদায় হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি প্রমুখ।


সর্বশেষ খবর