গ্যাস-বিদ্যুতের দাম পুনর্বিবেচনা করতে হাইকোর্টের রুল
স্টাফ রিপোর্টার ঃ চলতি বছরের আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত কেন গণশুনানি করে পুর্নবিবেচনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ক্যাব এর পক্ষ থেকে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।