শহীদের রক্তের সঙ্গে জিয়া বেঈমানি করেছেন
স্টাফ রিপোর্টার ঃ মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের সঙ্গে জিয়াউর রহমান বেঈমানি করেছেন বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিজয়ের মাত্র দু’দিন আগে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে অকার্যকর করতে পারলো না তারা। পরে দেশ স্বাধীন হলো। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন জাতির পিতা চালিয়ে নিয়ে যাচ্ছেন, দেশ ঘুরে দাঁড়াচ্ছিল তখন ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হলো। তখন হত্যা ক্যুর রাজনীতি শুরু হলো দেশে। তিনি বলেন, এর মধ্য দিয়ে ক্ষমতা দখল করলো জিয়াউর রহমান। মীর জাফর যেমন টিকতে পারেননি বেঈমান মুস্তাকও টিকতে পারলেন না। তখন আসলেন সামরিক জিয়াউর রহমান। এসেই তিনি যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল আইন বাতিল করে বিচার বাতিল করলেন। পরে বিচার বন্ধ করলেন।