ভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি
খেলা ডেস্ক ঃ ভারতের কলকাতার শ্যামনগরে অনুষ্ঠিত ভিবেক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা পশ্চিম বঙ্গের শিশির ক্লাব ক্রিকেট একাডেমিকে ৫৫ রানে হারায়। গতকাল রোববার (১৩ ডিসেম্বর ২০১৫) দুপুরে শ্যামনগর ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন সায়মন আহমেদ। জবাবে শিশির ক্লাব ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করে বাংলাদেশ ইউনিভার্সিটির সায়মন আহমেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিজয়ী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি ১ লাখ ৫০ হাজার রুপি প্রাইজমানি পুরস্কার পেয়েছে। ক্রিকেট দলের এই অবিস্মরনীয় সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার, সেক্রেটারি ইঞ্জি: এম. এ. গোলাম দস্তগীর, এবং ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান প্রমুখ।