সব

পৌষের শুরুতেই শীত বাড়ার সঙ্গে সঙ্গে বইছে ঠান্ডা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th December 2015at 10:05 pm
23 Views

16জেলা ডেস্ক ঃ পৌষের শুরুতেই শীত বাড়ার সঙ্গে সঙ্গে বইছে ঠান্ডা মৃদু বাতাস। বিকেলে ঘনকুয়াশায় ঢেকে গেছে চারপাশ। রাত থেকে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এখন ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে হালকা ও মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে প্রায় ৯ ডিগ্রিতে আসবে। মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। ওই সূত্র আরো জানায়, দেশের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যাবে।মঙ্গলবার ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ২ এবং সর্বনিন্ম তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে মাসের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস)শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে একটানা দুই-তিন দিন ঘন অথবা মাঝারি কুয়াশা পড়তে পারে।


সর্বশেষ খবর