সব

নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th December 2015at 10:12 pm
24 Views

19স্টাফ রিপোর্টার ঃ নতুন বেতনকাঠামোর প্রতীক্ষিত গেজেট অবশেষে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই গেজেট প্রকাশ হয় বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়। বিজয় দিবসকে সামনে রেখে সরকারি চাকুরেদের জন্য সরকার এই গেজেট প্রকাশ করলো ।সন্ধ্যার পর ছাপা হওয়া কয়েকটি কপি অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়ে গেছেন বলে জানা গেছে এবং এর মধ্যে একটি কপি অর্থমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।রাতেই ছাপার কাজ শেষ হবে জানা গেছে। এর আগে বিকালে গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকালে জানান, গেজেটটি আজই প্রকাশ হচ্ছে।অর্থমন্ত্রী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন এটি বিজি প্রেসে চলে গেছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হওয়ার আগে যেসব কর্মকর্তা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের সে সুবিধা বহাল থাকছে। তবে বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল থাকবে না। নতুন বেতন কাঠামো অনুযায়ী আগামী বছরের ১ জানুয়ারি থেকে বেতন পাবেন সরকারি চাকুরেরা। জুলাই থেকে কার্যকর হওয়া এ বেতন কাঠামোর বর্ধিত বকেয়া অর্থও ওই সময় দেয়া হবে। গেজেট জারির আগ পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা পেয়েছেন, তাদের এ সুবিধা বহাল থাকবে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের আগে চাইলে বাকি কর্মকর্তারাও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিতে পারেন। তবে গেজেট জারির পর নতুন কাঠামো অনুযায়ীই সবকিছু চলবে। তখন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বলতে আর কিছুই থাকবে না। এটা একেবারেই বাতিল করা হচ্ছে। তবে এ জন্য কারো ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে জানা গেছে। প্রসঙ্গত, সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতনকাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই কার্যকর হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পেছনের টাকা এরিয়ার হিসাবে পাবেন।


সর্বশেষ খবর