সব

মেসে আগুনের ঘটনায় দগ্ধ শহীদুলের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th December 2015at 10:17 pm
23 Views

20স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় একটি মেসের দরজায় তালা আটকিয়ে ঘরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে শীহদুল ইসলাম শহীদ (২৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার ভোর ৪টায় নারিন্দা মোড়ের ‘হা মীম‘ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় একটি মেস বাড়িতে দুর্বৃত্তরা ঘরের দরজা তালা দিয়ে আগুন লাগায়। এ ঘটনায় সুমন (৪০) শাকিব (৩৫) ও শহীদুল নামে তিনজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুমন ওইদিনই মারা যান।


সর্বশেষ খবর