সব

‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নি’’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 15th December 2015at 10:25 pm
23 Views

21স্টাফ রিপোর্টার ঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী মহান জাতীয় ও বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হই নি। মঙ্গলবার মহান জাতীয় ও বিজয় দিবসের এক শুভেচ্ছা বাণীতে বি. চৌধুরী বলেন, স্বাধীনতার পর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো গণতন্ত্র। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হই নাই। এখনও গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে। তিনি আরও বলেন, শ্রীলংকার দিকে তাকিয়ে দেখলে মনে আশা জাগে, ভবিষ্যতে হয়ত তাদের মতো আমরাও নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে সক্ষম হব। মানুষের আশা-আকাংখা সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে। সবার মতামত, আদর্শ বাংলাদেশের মাটিতে ধ্বনিত-প্রতিধ্বনিত হবে। বাস্তবায়িত হবে গণতন্ত্রের স্বপ্ন।


সর্বশেষ খবর