‘সরকার গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে দিয়েছে’
জেলা ডেস্ক ঃ বর্তমান সরকার গণতন্ত্রের সকল পথ রুদ্ধ করে দিয়েছেন অভিযোগ করে নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেছেন, অগণতান্ত্রিক আচরণ এমন পর্যায়ে পৌছেছে যে, বিরোধী দলকে মহান বিজয় দিবসের র্যালি পর্যন্ত করতে দিচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশে র্যালি করবে অথচ বিরোধী দলকে করতে বাধা দিচ্ছে। তারা সারা দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছে। মঙ্গলবার বিকেলে নগর বিএনপি আয়োজিত নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির এসব কথা বলেন তিনি। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খসরু বলেন, আজকের এই দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিতে হবে । জনগণের ভোটধিকার, মানবাধিকার, স্বাধীনভাবে বাঁচার অধিকার ফিরিয়ে আনার। সভাপতির বক্তব্যে নগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম বলেন, স্বাধীনতা আমাদের অহংকার। দেশে গণতন্ত্র ফিরে আসলে এই অর্জন সফল হবে। প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশকে দুঃশাসন ও অপশাসন থেকে বাচাতে সকলকে ঐক্যবদ্ধাভাবে আন্দোলন করতে হবে। দেশের জনগণকে মুক্ত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামিম বলেন, দেশকে চরম অবস্থা থেকে মুক্ত করতে হলে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আজকের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, প্রকৌশলী কাজী সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।