‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 12:28 am
FILED AS: বাংলাদেশ
117 Views
স্টাফ রিপোর্টার ঃ ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এর পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায়ে ‘মুক্তিযুদ্ধের ভিকটিমদের ক্ষতিপূরণ আইন’ প্রণয়নের দাবি জানায় কমিটি। শনিবার বিকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এসময় মানবতাবিরোধী অপরাধীদের স্থাবর-অস্থার সম্পত্তি এবং ব্যাংকে গচ্ছিত অর্থ বাজেয়াপ্ত করে তা মুক্তিযুদ্ধের ভিকটিম ও পরিবারের কল্যাণে ব্যয় করারও দাবি জানানো হয়। শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যাতে বাংলাদেশের অস্তিত্বকে সংকটে ফেলতে না পারে সেজন্য আইন প্রণয়ন করা দরকার।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের প্রতি তার যে দুর্বলতা ও আনুগত্য ছিলো তা এখনো বহাল রয়েছে। ইতিহাসকে বিকৃত করে এ ধরনের বক্তব্য কেউ যেন আর না দিতে পারে সেজন্য ‘মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন’ প্রণয়নের দাবি জানায় নির্মূল কমিটি। আইন না থাকায় একাত্তরে শহীদদের পরিবারের সদস্যরা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না-উল্লেখ করে ভুক্তভোগীরা যেনো সেই সুবিধা পায় এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের দাবিও জানানো হয়।