নির্বাচনে বিএনপিকে মাঠছাড়া করতেই গ্রেফতার
ডেস্ক রিপোর্ট ঃ পৌর নির্বাচনে বিএনপিকে মাঠছাড়া করতেই নির্বিচারে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান অভিযোগ করেন, খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলীসহ ৩২ নেতা-কর্মীকে শ্যোন গ্রেফতার করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, এই সরকার এটা করছে কারণ তারা জানে তাদের জনসমর্থন এখন শূন্য নয়, মাইনাসের ঘরে। সেজন্য সব ভিন্নমত ও দলের মানুষকে দেশ থেকে নিচিহ্ন করার অপকৌশলে মেতেছে। দেশকে এক মতের শাসনে নিয়ে আসার প্রচেষ্টা চলছে। তারা বলেন, এরই অংশ হিসেবে বিগত কয়েক বছর ধরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর অব্যাহত জুলুম নির্যাতন চলছে। কিন্তু এ ধারা বেশি দিন চলতে পারে না। আর চলতে দেওয়া হবেও না। অচিরেই ছাত্র-জনতার প্রতিরোধে এই সরকারের পতন ঘটানো হবে। নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।