বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে খালেদা
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার দুপুর ১২ টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লার সভাপতিত্বে দ্বি-বার্ষিক এই কাউন্সিলে সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত আছেন রিয়াজ উদ্দিন আহমেদ, সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, বাকের হোসাইন, কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিফইউজের সাধারণ সম্পাদক এম এ আজিজ।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফী আশরাফ পাপিয়া প্রমুখ উপস্থিত আছেন। কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচিত কাউন্সিলররা পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ভোট প্রধান করবেন। বিএফইউজের কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন হচ্ছে। সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন কারাবন্দি বর্তমান সভাপতি শওকত মাহমুদ।