সুষ্ঠু ভোট হলে ৮০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবে বিএনপি : খালেদা
স্টাফ রিপোর্টার ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সঠিক সুষ্ঠু ভোট হলে বিএনপি ৮০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হবে। আর তারা (আওয়ামী লীগের) পক্ষ থেকে যে জরিপের কথা বলা হয়েছে তা নিজেদের অপকর্মের কথা আড়াল করার জন্যই মিথ্যা জরিপের কথা বলছে।সেই জরিপের তথ্য আমাদের কাছে আছে। তাতে তাদের (আওয়ামী লীগের)ভরাডুবির কথাই উঠে এসেছে। রবিবার দুপুরে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই হাসিনা ও রকিব মার্কা সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনে নিজেদের অপকর্ম যেন প্রকাশ না হয়, সে জন্য বলা হচ্ছে ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি বলব, আপনারা ভোট কেন্দ্রে যাবেন অতীতের মত নিরপেক্ষভাবে অনিয়ম তুলে ধরবেন।
তিনি বলেন, ‘ধানের শীষের বিজয় হবে। এ জন্যই বিএনপিকে নিয়ে তাদের ভয়। বার বার কৌশল নেয় বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে। কিন্তু এবার তারা (আওয়ামী লীগ) কৌশলে একটু ভুল করে ফেলেছে। প্রতীক দিয়ে নির্বাচন দিয়ে তারা মনে করেছিল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে, বিএনপি নির্বাচনমুখী দল। নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, একদলীয় নির্বাচনে নয়।’ সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ক্ষমতাসীনরা তাদের নিজ দলের বাইরে কোনো রাজনৈতিক দল ও ভিন্ন মতের অস্তিত্ব রাখতে চায় না। এজন্য ‘বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মহাসচিবকে (বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীর) ৬ বার কারাগারে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।’ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সংগঠনের মহাসচিব এম এ আজিজ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ বিভিন্ন ইউনিটের সভাপতিগন। এছাড়াও বিএফইউজের যুগ্ম মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল মান্নান, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফী আশরাফ পাপিয়া উপস্থিত ছিলেন।