পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির উস্কানি
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, পাকিস্তানের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতেই বিএনপি মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে প্রশ্ন তুলেছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্ত হত্যাকারী ইসলামের অন্তর্ভুক্ত নয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সভায় কামরুল বলেন, সামনে পৌর নির্বাচনে ভরাডুবির ভয়ে বিএনপি এখন শঙ্কিত। তারা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কেননা তাদের তৃণমূলে কোনো অস্তিত্ব নেই। এ কারণেই তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে বিএনপির ষড়যন্ত্রের অনেক মিল আছে। যেসব শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে বাস করছি, সেই শহীদদের নিয়েই বিএনপি প্রশ্ন তুলছে। এখান থেকেই বোঝা যায় তারা মুক্তিযুদ্ধের পক্ষে নাই। সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, আয়োজক সংগঠনের মহাসচিব মাওলানা মো. শরীফুর রহমান প্রমুখ।