সব

দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 4:15 pm
102 Views

10স্টাফ রিপোর্টার ঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। আইএস জেএমবির নামে দেশে যে জঙ্গিবাদের অপতৎপরতা হচ্ছে তা দমনে পৌর নির্বাচনের পর বিশেষ অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা বাহিনী।’ রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আইএস জেএমবির নামে দেশে জঙ্গিবাদের অপতৎপরতা হচ্ছে। কিন্তু দেশবাসী ‍ঘুরে দাঁড়িয়েছে। তারা জঙ্গিদেরকে পছন্দ করে না। আজও হাটহাজারীতে কয়েকজনকে ধরা হয়েছে। এই দেশে জঙ্গিবাদের স্থান কোনোদিন হবে না। রাজধানীর মিরপুর শাহ আলী এলাকার ছয়তলা একটি ভবনে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তিন জঙ্গিসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটিতে বুধবার রাত দু’টা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ভবনটি থেকে আত্মঘাতী বেল্ট ও হাতে তৈরি ১৬টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে শুক্রবার ৩ সন্দেহভাজন জঙ্গিকে ৬ দিন করে রিমান্ডে পাঠানো হয়। রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।


সর্বশেষ খবর