যুক্তরাষ্ট্রের টানা টর্নেডোতে ১৮ জন নিহত
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 4:17 pm
FILED AS: আন্তর্জাতিক
104 Views
আন্তর্জাতিক ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এক সপ্তাহের টানা টর্নেডো, প্রবল বর্ষণ এবং বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মিসিসিপি, টেনেসি, আরকানস্ এবং আলাবামাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলছেন, টেক্সাস এবং ওকলাহোমাতে একটি ‘ঐতিহাসিক তুষারঝড়ের’ আশংকা রয়েছে যাতে ১৬ ইঞ্চি তুষার জমতে পারে। মিসিসিপিতে এক সপ্তাহে অন্তত ২০ টি টর্নেডোর আঘাতে প্রায় ৪০০ টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়ে গেছে। ক্রিসমাসের ছুটিতেও হাজার-হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় সময় কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রে যদিও ক্রিসমাসের আগে চরমভাবাপন্ন আবহাওয়া নতুন নয়, তবে আবহাওয়াবিদরা বলছেন কয়েকটি এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে ঝড়ের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: বিবিসি।