সব

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে শুক্রবার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 4:20 pm
102 Views

7ডেস্ক রিপোর্ট ঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পুরোপুরি শেষ হয়নি। এখনও মেলার প্রধান ফটক ও রাস্তা নির্মাণের কাজ বাকি আছে। স্টল, প্যাভিলিয়ন নির্মাণেও ৫০ শতাংশ শেষ হয়েছে। মাসব্যাপী এ মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি। ফলে উদ্বোধন পর্যন্ত অনেক কাজ অসমাপ্ত থেকে যাবে। এ প্রসঙ্গে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইউসুফ আলী যুগান্তরকে জানান, স্টল ও অবকাঠামো নির্মাণের শেষ সময়ের কাজ চলছে। বাকি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। তিনি আরও বলেন, মেলার প্রস্তুতির অগ্রগতিও অনেক ভালো। সার্বক্ষণিক মনিটরিং চলছে। জানা গেছে, এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৪৬টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে তিন ক্যাটাগরিতে মোট স্টল থাকবে ৩৪৭টি। জেনারেল, রিজার্ভ ও বিদেশী এই তিন ক্যাটাগরিতে মোট প্যাভিলিয়ন থাকবে ১১২টি। এছাড়া থাকবে ৫৬টি মিনি প্যাভিলিয়ন ও ২৬টি ফুড স্টলসহ পাঁচটি রেস্তোরাঁ।

সরেজমিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করে দেখা গেছে, স্টল ও মাঠের অবকাঠামো নির্মাণকাজে রাতদিন ব্যস্ত সময় পার করছেন দোকান মালিক ও নির্মাণ শ্রমিকরা। বিশেষ প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টলসহ সৌন্দর্য বর্ধনে কর্মরত শ্রমিকদের তৎপরতা দেখা গেছে। এ বছর মেলার স্টল ও প্যাভিলিয়নের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়নের ভাড়া ১৫ লাখ, সাধারণ প্যাভিলিয়নে ভাড়া ১০ লাখ, বিদেশী প্যাভিলিয়নের জন্য ১১ লাখ ২৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিনি প্যাভিলিয়ন ৬ থেকে ৮ লাখ টাকা এবং স্টল ১ লাখ ৯৫ হাজার থেকে ৪ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। রেস্তোরাঁর জন্য ভাড়া ১০ লাখ টাকা করা হয়েছে। এ বিষয়ে ইপিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এ ভাড়া নির্ধারণ করা হয়। তবে বিদেশী জোনে কোনো রেস্তোরাঁ রাখা হয়নি।

এ বছর দর্শনার্থীদের জন্য একটি রাস্তা বাড়ানো হয়েছে মেলার মাঠে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে আগের বছরের তুলনায় বেশি। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সংরক্ষিত স্টল থাকছে। এ বছর নারী উদ্যোক্তাদের জন্য ৩৬টি স্টল বরাদ্দ থাকছে। জানা গেছে, এবারের বাণিজ্য মেলার ব্যয়ের বাজেট হচ্ছে প্রায় ১৬ কোটি টাকা। গত বছর এ ব্যয়ের পরিমাণ ছিল ১৫ কোটি ২৭ লাখ টাকা। মেলায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে বিশ্বের মোট ২১টি দেশ। ইপিবি সূত্রে জানা গেছে, বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা (ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গেনাইজেশন-আইটিপিও)। ভারতের পণ্যের পরিচিতি বাংলাদেশে তুলে ধরা ও জন্যই দেশটির এ উদ্যোগ।

দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় ২১টি দেশের ব্যবসা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, জাপান, চীন, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ঘানা ও মরোক্কো। এদের প্যাভিলিয়ন থাকছে ৩৯টি। আর জেনারেল স্টল ২৬৬টি। এছাড়া মেলায় থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ফুড কোর্ট, ইকো পার্ক, ই-শপ, ই-পার্ক এবং শিশুপার্ক, পর্যাপ্ত টয়লেট, এটিএম বুথ, মসজিদ, পোস্ট অফিস, প্রতিবন্ধীদের জন্য থাকছে অটিজম সেন্টার, মাদার কেয়ার সেন্টার, স্বাস্থ্যসেবা কেন্দ্র। এছাড়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত থাকছে।

বাণিজ্য মেলার প্রধান ফটক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মতো। মেলার চারদিকে ভিআইপি গেটসহ মোট চারটি গেট করা হয়েছে। প্রবেশের টিকিট বড়দের জন্য ৩০ টাকা এবং ছোটদের জন্য ২০ টাকা ধার্য করা হয়েছে। ইপিবির সূত্র জানায়, মেলায় দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। মাঠে থাকছে ৮০টি সিসি ক্যামেরা। পুলিশ, র‌্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন।


সর্বশেষ খবর