রোনালদোকে ছাড়িয়ে বর্ষসেরা মেসি
খেলা ডেস্ক ঃ ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বর্ষসেরা ফুটবলার আর্জেনটিনার লিওনেল মেসি। গত বছরের সেরা রোনালদো নেমে গেছেন দ্বিতীয় স্থানে। সেরা চারে মেসির সঙ্গে বার্সেলোনার আরো দুই খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। আর বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেজ আছেন যথাক্রমে তিন ও চার নম্বর স্থানে। ৪৯টি দেশ থেকে ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল বছরের সেরা ১০০ খেলোয়াড় বেছে নেয়। বিশেষজ্ঞ প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে তালিকার শীর্ষে রাখেন। সব মিলিয়ে ৪ হাজার ৮৭৩ পয়েন্ট পান আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর। আর গত বছরের সেরা রোনালদো পান ৪ হাজার ৬২০ পয়েন্ট। প্যানেলের মাত্র ৮ জন সদস্য রোনালদোকে তাদের তালিকার শীর্ষে রাখেন। আর তিনে থাকা নেইমার ৪ হাজার ৫৮২ পয়েন্ট ও চতুর্থ স্থানে থাকা সুয়ারেজ ৪ হাজার ৪৯২ পয়েন্ট পান। একই ক্লাবে খেলা ৩ জন খেলোয়াড় গার্ডিয়ানের বর্ষসেরার তালিকার সেরা চারে থাকার ঘটনা এটাই প্রথম।