সব

বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন চলছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 4:25 pm
99 Views

9স্টাফ রিপোর্টার ঃ  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন-২০১৫ চলছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এই উদ্বোধনী অধিবেশন শুরু হয়। বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহ, সংগঠনের মহাসচিব এম এ আজিজ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশরাফী আশরাফ পাপিয়া উপস্থিত রয়েছেন। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অধিবেশনে ২য় পর্বে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচিত কাউন্সিলররা পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ভোট প্রধান করবেন। উল্লেখ্য বিএফইউজে’র কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন হচ্ছে। সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন কারাবন্দী বর্তমান সভাপতি শওকত মাহমুদ।

সর্বশেষ খবর