সব

পৌরসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে এরশাদের সংশয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 27th December 2015at 10:29 pm
99 Views

14স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পৌরসভা নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সংশয় প্রকাশ করেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সৈয়দ আবু হোসেন বাবলা ও সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ বলেন, সামনে পৌরসভা নির্বাচন। এ নির্বাচন কেমন হবে তা আল্লাই ভালো জানেন। সংবাদপত্রে পড়লাম, পাঁচ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমারতো সব কেন্দ্রকেই ঝুকিপূর্ণ মনে হয়। প্রধান নির্বাচন কমিশনারকে মেরুদণ্ডহীন উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সকাল থেকে এ পর্যন্ত কতোজনকে ফোন করে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি, তার হিসেব নেই। নির্বাচন নিরপেক্ষ হবে নিশ্চিত হতে পারলে একটু নিশ্চিন্ত হতে পারতাম। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠন হুসেইন মুহাম্মদ এরশাদকে ফুল দিয়ে সংবর্ধনা জানা‍য়। এতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, সাইফুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর