সব

‘মেয়ের সঙ্গে প্রেম করতে হলে মানতে হবে ৭টি নিয়ম’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th January 2017at 5:30 pm
50 Views

6বিনোদন ডেস্কঃ যদি সুহানাকে সে বিরক্ত করে,তা হলে আমি জেলে যেতেও প্রস্তুত।শাহরুখ খানের মেয়ে সুহানা বলিউডের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি কিডসের মধ্যে এক জন। অনেক যুবকই সুহানার সঙ্গে ডেটিং-এর স্বপ্ন দেখেন। কিন্তু সুহানার সঙ্গে ডেটিং-এ যাওয়া এত সহজ নয়।

সুহানার সঙ্গে ডেট-এ যেতে গেলে মেনে চলতে হবে সাতটা নিয়ম। এই সাতটা নিয়ম অবশ্য সুহানার তৈরি নয়। বরং খোদ শাহরুখই তৈরি করে দিয়েছেন এই নিয়মগুলি।পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুহানার সঙ্গে প্রেম করা অত সহজ নয়। তাঁর বক্তব্য,

তাঁর মেয়ের বয়ফ্রেন্ডকে মানতে হবে এই সাতটি নিয়ম—

১. ছেলেটির চাকরি থাকতে হবে।

২. তাকে এটা বুঝতে হবে যে, আমি অর্থাৎ শাহরুখ খান, তাকে একেবারেই পছন্দ করি ।

৩. জানতে হবে যে, আমি সর্বক্ষণ তার উপর নজর রাখছি।

৪. সে যেন এক জন উকিলের সঙ্গে সব সময়ে যোগাযোগ রাখে। কারণ যে কোনও মুহূর্তে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।

৫. তাকে মনে রাখতে হবে যে, সুহানা আমার রাজকন্যা, সে তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি।

৬. যদি সুহানাকে সে বিরক্ত করে, তা হলে আমি জেলে যেতেও প্রস্তুত।

৭. ছেলেটি সুহানার সঙ্গে যেমন আচরণ করবে, আমার কাছ থেকেও সে তেমন আচরণই পাবে।

 

 


সর্বশেষ খবর