সব

ইতালির নারী মনোবিজ্ঞানী ইসলাম গ্রহণ করলেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th January 2017at 6:02 pm
88 Views

7 আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির রোমের অধিবাসী এক নারী মনোবিজ্ঞানী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইরানের মাশহাদ শহরে বিশ্বনবীর (সা) বংশধর ইমাম রেজার (আ) মাজারে প্রবেশ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

‘রোক্সানা ইলিনা নেগ্রা’ নামের ৩৮ বছর বয়স্ক এই নারী মনোরোগ একজন মনোবিজ্ঞানী। ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে রোক্সানা বলেছেন, মনোবিজ্ঞান বিষয়ে ব্যাপক গবেষণা এবং নবী-রাসুলদের জীবনী ও তাদের প্রচারিত আসমানি ধর্মগ্রন্থগুলো পড়ে নানা ধর্ম ও বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে জানাতে পারেন। আর এভাবেই ইসলাম ধর্মের সত্যতার বিষয়টি তিনি বুঝতে সক্ষম হন।

তিনি বলেছেন, নামাজ পড়া শিখে তার এ ধারণা হয়েছে যে নামাজ মহান আল্লাহর নির্দেশিত এমন এক অনুশীলন যা মানুষকে এনে দেয় প্রশান্তি।

 

 

 

 


সর্বশেষ খবর