দ্বৈত্য নিতির পরিবর্তন করতে হবেঃ মাহবুবুর রহমান সালেহী
মামুনুররশীদঃ দেশে এমন ও মানুয আছে যারা মসজিদে গিয়ে ভাযন দেয়,আবার মন্দিরে গিয়েও ভাযণ দেয় এই দ্বৈত্য নিতির মানুযকে মুনাফিক বলে।এ নিতির পরিবর্তন না করলে আপনি কোন কালের কামিয়াব হতে পারবেননা।তাই আমাদের দ্বৈত্য নিতির পরিবর্তন করতে হবে।
হযরত সৈয়দ শাহ্ (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ৩২ তম বার্যিক জলসায় জুম্মার নামাযের পর প্রধান বক্তাঃহযরত মাওঃ মাহবিবুর রহমান সালেহী প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
শুক্রবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত সিলেট বিয়ানীবাজার নবাংগ্রামে,নবাং-শ্রীবরা শাহী ঈদগাহ ময়দানে।জনাব বাজিদুর রহমান এবংজনাব লোকমান আহমদ এরদ্বৈত্য সভাপতিত্বে এবংওয়াজ পরিচালনা কমিটির পরিচালনায় হযরত সৈয়দ শাহ্ (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ৩২ তম বার্যিক জলসা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথিঃহযরত আল্লামা কমর উদ্দিন চৌঃসাহেব সাহেহব জাদায়ে ফুলতলী। হযরত মাও: শিহাব উদ্দিন সাহেব। হযরত মাওঃমুফতি আবুল কাশেমসাহেব। হযরত মাওঃহোসাইন আহমদ জালাল সাহেব। হযরত মাওঃআবুল কালাম আজাদ সাহেব।আরো দেশ বরেন্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।