ঝিনাইদহে মিজান সভাপতি ও মাখন সাধারন সম্পাদক নির্বাচিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ইলেকট্রনিক মিডিয়া রিপোর্টাস এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে (স্থানীয় পুরাতন ডিসি কোর্ট ভবন সংলগ্ন ) অনুষ্ঠিত হয় এ নির্বাচন ।
২০১৭-১৮ বর্ষের জন্য মিজানুর রহমান (এনটিভি’র স্টাফ করসপনডেন্ট) কে সভাপতি ও আসিফ ইকবাল মাখন ( জেলা প্রতিনিধি বাংলাভিশন ) কে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি রফিকুল ইসলাম ( বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে শিপলু জামান ( আরটিভি) এবং নির্বাহী সদস্য পদে বিমল কুমার সাহা ( ইনডিপেনডেন্ট টেলিভিশন ) নিজাম জোয়ারদার বাবলু ( এটিএন বাংলা) ও এম রায়হান ( একুশে টেলিভিশন ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালেকন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ। এর আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি চ্যানেল-আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম। সভায় সংগঠনের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।