সব

তিন লাখ কয়েনে কর শোধ করলেন ক্ষুব্ধ ব্যাবসায়ী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 14th January 2017at 3:07 pm
54 Views

20 আন্তর্জাতিক ডেস্কঃ পাঁচ পাঁচটি ঠেলাগাড়ি ভর্তি কয়েন দিয়ে কর পরিশোধ করেছেন যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী।ভার্জিনিয়ার সেডার বাফ শহরের বাসিন্দা নিক স্ট্যাফোর্ডের দেয়া তিন লাখ কয়েনের মোট ওজন ছিল ৭২৬ কেজি, যা প্রায় পূর্ণবয়স্ক ১০ জনের ওজনের সমান।

এই ব্যবসায়ীর সাথে মোটরযান নিয়ন্ত্রক সংস্থার (ডিএমভি) ঝামেলা চলছিল ছয় মাস ধরে। বুধবার চাকা লাগানো ঠেলায় (হুইলব্যারো) কয়েন নিয়ে ওই বিভাগে হাজির হন স্ট্যাফোর্ড।ডিএমভির স্বয়ংক্রিয় গণনা যন্ত্র এত কয়েনের ভার সামলাতে পারেনি। পরে সংস্থার কর্মীরা সাত ঘণ্টা শ্রম দিয়ে বৃহস্পতিবার ভোরে কয়েন গণনা শেষ করে বলে জানায় বিবিসি।

স্ট্যাফোর্ড বলেন, সরকারি বিভাগগুলো জনগণের জিজ্ঞাসায় ‘ঠিকমতো সাড়া না দেয়ায়’ তার এমন অভিনব প্রতিবাদ ।

স্ট্যাফোর্ড বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ১৯৬৫ সালের কয়েনেজ অ্যাক্ট অনুযায়ী সব ধরনের ঋণ, বকেয়া, কর ও শুল্কের ক্ষেত্রে কয়েন ব্যবহার বৈধ। সুতরাং কর পরিশোধে তার দেয়া কয়েন নিতে ডিএমভি বাধ্য ছিল। তবে বুঝতে পারেন স্ট্যাফোর্ড কর্তৃপক্ষের ওপর কতটা ক্ষুব্ধ ছিল।

 

 


সর্বশেষ খবর