সব

বিকালে ধানমণ্ডির কার্যালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 14th January 2017at 3:11 pm
53 Views

?????????????????????????????????????????????????????????

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবেন। সেখানে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আজ দ্বিতীয়বারের মতো ধানমণ্ডির কার্যালয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল চারটায় ধানমণ্ডির কার্যালয়ে যাবেন। রবিবার সুইজারল্যান্ড সফরের আগে সেখানে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর শুক্রবার বিকালে ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

 

 

 

 


সর্বশেষ খবর